নতুন বছরের শুরুতেই দু:সংবাদ পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। দুসংবাদ বলিউড বাদশা শাহরুখ খানের জন্যও।সব জল্পনা কল্পনা শেষে আইপিএল ২০২৬ মৌসুমের আগেই মুস্তাফিজকে আইপিএলে না খেলানোর নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন খবরে মন ভেঙ্গেছে মুস্তাফিজ ভক্তদের।
গত কদিন ধরেই আইপিএলে আলোচনার কেন্দ্রে ছিলেন ফিজ। সাম্প্রতিক টানাপোড়েনে বাংলাদেশি পেসারের খেলা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্তই মোস্তাফিজের আইপিএল খেলতে না পারার শঙ্কাই সত্যি হলো। শেষ পর্যন্ত এবারের আইপিএলে খেলতে পারছেননা তিনি।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কোলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। কয়েক দিন ধরে চলা জল্পনার এখানেই অবসান হলো। ফিজ না খেলায় বড় ধাক্কা খেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতাও। দলের ভারসাম্যও যে নষ্ট হলো তাতে।
গত ডিসেম্বর আইপিএল ২০২৬ এর মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। নিলামের পরপরই আলোচনায় আসেন ফিজ । এরপর রাজনৈতিক মহল ও কিছু ধর্মীয় গোষ্ঠীর আপত্তিতে বিতর্ক বাড়তে থাকে। সময়ের সঙ্গে সেই প্রতিক্রিয়া আরও তীব্র হয়। তখনই প্রশ্ন ওঠে ফিজ শেষ পর্যন্ত আইপিএল খেলতে পারবেন তো?
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সচি
দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক সময়ের সামগ্রিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কেকেআর যদি বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে।’
কোলকাতায় আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় খেলানো নিয়ে প্রথম আপত্তি তোলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। তিনি বলেন, ‘যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার কোনো আইপিএল দলে খেলে, আর কলকাতার মাটিতে ম্যাচ খেলতে চায়, সেটা আমরা হতে দেব না। আমরা শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না। শেষ পর্যন্ত এবারের আইপিএল খেলা হচ্ছেনা ফিজের।
এদিকে মুস্তাফিজের আইপিএলে না খেলা প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই দেয়া সাক্ষাৎকারে বলেন বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি আরও বলেন সাম্প্রতিক নানা ঘটনাবলির কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করে দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। যার ফলে রেকর্ড দামে দল পেয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের
মোস্তাফিজ গেল মৌসুমে আইপিএলে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আসন্ন আইপিএলের আগে পরিস্থিতিটা আরও ঘোলাটে হওয়ায় আইপিএল খেলা হচ্ছেনা ফিজের।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক হয় ফিজের। নিজের প্রথম আসরেই জেতেন শিরোপা, হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। এরপর খেলছেন নিয়মিত । সানরাইজার্সের পর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন তিনি।
এবার শাহরুখ খানের দলে সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিতও ছিলেন তিনি৷ তবে ফিজ শেষ পর্যন্ত আইপিএল খেলতে না পারায় ফিজ ভক্তদের মন ভেঙ্গেছে।
দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা


