ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। কখন কে ছন্দে থাকবেন আর কে ছন্দ হারাবেন বলা মুশফিক কিছুদিন আগেও যে জাকের আলী অনিককে নিয়ে মাতামাতি হত সেই জাকের আলী অনিক এখন যেন নিজেকে হারিয়ে খুজছেন। এরমধ্যেই নতুন করে দু:সংবাদ পেলেন এই ক্রিকেটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই স্কোয়াডে জায়গা হয়নি অনিকের। অবশ্য তার যে সাম্প্রতিক ফর্ম তাতে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার কথাও না। তাই অনুমিতভাবেই বাদ পড়েছেন ছন্দ হারানো অনিক।
উইকেটের পেছনে অনিকের বদলে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে।
অনিকের টি টোয়েন্টি ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধও নয়। এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৪৩ ইনিংসে তার রান ৭৫২।এভারেজ২৫.০৬। অনিককে নিয়ে হাইপ উঠলেও তার ক্যারিয়ারে নেই কোন সেঞ্চুরি। সর্বোচ্চ করেছেন অপরাজিত ৭২ রান। টি টোয়েন্টি মানেই যেখানে ধুমধাড়াক্কা ব্যাটিং আর চার, ছক্কার খেলা সেখানে অনিকের
স্ট্রাইক রেট মাত্র ১২৩.০৭।
তার পরেও তিনি বিশ্বকাপ দলে থাকেবেন কিনা এমন আলোচনায় ছিলেন। কিন্তু টি টোয়েন্টিতেও তিনি যে ছন্দে নেই৷ অনিক সর্বোশেষ টি টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালের ২৭ নভেম্বর। চট্টগ্রামে আয়ারল্যান্ডের সঙ্গে করেন ২০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৫ ইনিংসে ফিফটি নেই এই ক্রিকেটারের। ১৫ ইনিংস আগে মিরপুরে পাকিস্তানের সঙ্গে খেলেছিলেন ৫৫ রানের ইনিংস। বাকিটা যে শুধুই হতাশার গল্প।
এবারের বিপিএলে ভালো খেললেও অনিককে নিয়ে আলোচনা হত। কিন্ত সেখানেও যে শুধুই আক্ষেপের গল্প লিখেছেন এই ব্যাটার। নোয়াখালী এক্সপ্রেসে অনেক সাধ করে দলে নিলেও সেখানেও পারফর্ম করতে ব্যর্থ অনিক।
৩ টা ম্যাচে করেছেন মাত্র…৪১ রান..। আর স্ট্রাইক রেট ১১০.৮১. এটা যেন টি টোয়েন্টির সঙ্গেই যায়না।
শুধু ফর্ম নয়, অনিকের ব্যাটিংয়ের ধরন নিয়েও আছে আলোচনা। বিশ্লেষকরা বলেন তিনি লেগ সাইডে ছাড়া খেলতেই পারেননা। অফ সাইডে শট মারতেই পারেন না।
শুধু অনিক নয় সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের মোট ৬ ক্রিকেটার এবারের বিশ্বকাপের দলে নেই। ৯ জন শুধু জায়গা ধরে রেখেছেন।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।এই গ্রুপ থেকে সুপার এইটে উঠবে সেরা দুই দল।
বিশ্বকাপের উদ্বোধনের দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।
প্রাথমিক এই স্কোয়াডটা নিয়েই যে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করবে, বিষয়টা তেমন নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তনের সুযোগ থাকছে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে কেউ ভালো খেললে বিসিবি তাকেও সুযোগ দিতে পারে।
দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা।


