বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায়র প্রতিবাদে আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচারের বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এবারের আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর নির্দেশ মেনে টাইগার পেসারকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। ফলে এবার আর আইপিএল খেলতে পারবেননা ফিজ। এরপর থেকেই ক্রিকেটে ঝড় বইছে।
ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিষয়টির তীব্র সমালোচনা করে আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বলেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি আরও লেখেন ‘আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।
যুব ও ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্টের পরেই বোঝা যাচ্ছিল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হতে পারে। এই ঘটনা নিয়ে রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে।
অবশেষে সব জল্পনা কল্পনা শেষে আজ বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ হলো। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।
দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা


