তার প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই। যেদিন মাঠের ২২ গজে ব্যাটে বলে ঝড় তোলেন সেদিন খড়কুটোর মত উড়ে যায় প্রতিপক্ষ। কিন্ত ঐরকম ঝড় যে কালেভাদ্রে আসে। তাইত টিম বাংলাদেশে এতগুলো বছর কাটিয়ে দিয়েও সৌম্য থিতু হতে পারেননি দলে। হতাশ হয়েছে ভক্তরা।হতাশ হয়েছেন সৌম্যও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই স্কোয়াডে জায়গা হয়নি সৌম্যর। মারকাটারি ব্যাটিংটা তিনি ভালো করেন। তাইত অনেকেই প্রশ্ন তুলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে সৌম্যকে কি রাখা যেত না?
সৌম্যর প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও ধারাবাহিকতার বড্ড অভাব। এখন পর্যন্ত টি টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে সৌম্য ৮৬ ইনিংসে করেন ১৪৬২ রান , স্ট্রাইক ১২২.১৩। ১ বছরের ও বেশি সময় সৌম্য টি টোয়েন্টি দলে নেই। সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২৪ সালের ১৭ ডিসেম্বর, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। সেই ম্যাচে করেন মাত্র ১১ রান।
এছাড়া চলতি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে এখনো মাঠে নামেননি তিনি। বিপিএলে শুরুর দিকে মাঠে ভালো খেললে হয়ত নির্বাচকদের গুড বুকে থাকতেন তিনি।
ধারনা করা হচ্ছে এসব বিবেচনা করেই বিশ্বকাপ দলে রাখা হয়নি তাকে।
তবে হার্ড হিটিং ব্যাটিংয়ের জন্য সৌম্য ভক্তরা তাকে দলে চায়৷ এবারের বিশ্বকাপে এজন্য মিসও করবেন এই ক্রিকেটারকে।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।এই গ্রুপ থেকে সুপার এইটে উঠবে সেরা দুই দল।
বিশ্বকাপের উদ্বোধনের দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।
প্রাথমিক এই স্কোয়াডটা নিয়েই যে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করবে, বিষয়টা তেমন নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তনের সুযোগ থাকছে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তাইত সৌম্যর সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি। বিপিএলে ভালো খেললে বিসিবি সৌম্যকেও সুযোগ দিতে পারে।
দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা।


