এবারের বিপিএল এখন মাঝপথে অবস্থান করছে। ৩৪ ম্যাচের টুর্নামেন্টে খেলা শেষ হয়েছে ১৪ ম্যাচের । সিলেট পর্বে একদিনের বিরতির পর বুধবার শুরু হবে ফের লড়াই। প্রশ্ন হচ্ছে, এবারের বিপিএলে এখন পর্যন্ত সেরা ৫ বোলার কারা? কোন ৫ বোলার সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন? মুস্তাফিজ আছেন কত নাম্বারে?
সর্বোচ্চ উইকেট নেয়া বোলারের তালিকায় সিলেট টাইটানসের খালেদ আহমেদ আছেন ৫ নাম্বারে। এখন পর্যন্ত ৭ উইকেট নিয়েছেন এই পেসার। সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বড় ভরসার নামও তিনি।
সিলেট টাইটানস পয়েন্ট টেবিলের ৩ নাম্বারে থাকলেও খালেদ ভরসা দিচ্ছেন দলকে।
সর্বোচ্চ উইকেট নেয়া বোলারের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন নাসুম আহমেদ। এখন পর্যন্ত বিপিএলে ৮ উইকেট নেন তিনি। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ যে দল ঘোষণা করেছে তাতে আছেন নাসুম। এবারের বিপিএলে ভালো খেলে বিশ্বকাপে ভালো খেলার প্রস্তুতিও নিতে চাইবেন এই ক্রিকেটার। এবারের বিপিএলে সিলেট টাইটানসের বড় ভরসার নামও তিনি। স্পিনের সঙ্গে ব্যাটিংটাও যে দারুন করেন নাসুম
এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট নেয়া বোলারের তালিকায় ৩ নাম্বারে আছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এখন পর্যন্ত রংপুর রাইডার্সের হয়ে ৯ উইকেট নেন তিনি। তবে আইপিএল কান্ডে সবচেয়ে আলোচিত নাম এখন ফিজই। আইপিএলের ঘটনার পরেও ফিজ যেভাবে মাঠে পারফর্ম করে যাচ্ছেন তাতে বোঝা যায় তার পেশাদারিত্ব। তাই তাকে ঘিরে স্বপ্নটা বড় হচ্ছে৷ বিপিএলের পর টি টোয়েন্টি বিশ্বকাপেও যে তার কাছে কাটারের ঝলক দেখতে চাইবে ভক্তরা।
এখন পর্যন্ত বিপিএলে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের সবচেয়ে ওপরে আছে। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদারও তারা। রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার পথে ফিজ হতে পারেন তুরুপের তাস।
বিপিএলে সর্বোচ্চ উইকেট নেয়া বোলারের তালিকায় ২ নাম্বারে আছেন শরিফুল ইসলাম । চট্টগ্রাম রয়ালসের হয়ে ৯ উইকেট নেন তিনি। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম বাজির ঘোড়াও হতে পারেন শরিফুল। তারেই যেন ট্রেলার দেখাচ্ছেন বিপিএলে।
বিপিএলে সর্বোচ্চ উইকেট নেয়া বোলারের তালিকায় ১ নাম্বারে আছেন পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফ। রংপুর রাইডার্সের হয়ে ১১ উইকেট নেন তিনি। রংপুরকে টেবিল টপার হতেও ভূমিকা রাখেন এই পাক ক্রিকেটার। এবারের বিপিএলে রংপুর অধিনায়ক সোহানের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি।
এবারের বিপিএলে ইতোমধ্যে সবচেয়ে বেশি ৬ ম্যাচ খেলেছে সিলেট। পাঁচটি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস চারটি করে ম্যাচ খেলেছে। তবে এবারের বিপিএলে শেষ হাসি কারা হাসে আর সর্বোচ্চ উইকেট নেয়া বোলার কে হয় এটাই এখন দেখার বিষয়।
দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা



