আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগেই ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে শুরু হয়েছে ধুন্ধুমার কান্ড। ৬ জানুয়ারি বোর্ড সভা শেষ বিসিবি পরিচালক আসিফ আকবর জানান জানান নিরাপত্তার কারনে ভারতে খেলতে যাবেনা বাংলাদেশ
এর মধ্যেই ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফো দাবি করে, আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। ক্রিকইনফো আরো দাবি করে আইসিসির পক্ষ থেকে বিসিবিকে আরও জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। এরপর তোলাপাড় শুরু হয় ক্রিকেট পাড়ায়।
তবে বিসিবির দাবি ভিন্ন। বিসিবির বক্তব্য আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি।অন্যদিকে আসিফ আকবর সাফ জানিয়ে দেন প্রয়োজনে ওয়াক ওভার করবে বাংলাদেশ
এদিকে সব জল্পনা কল্পনা শেষে বিশ্বকাপ প্রসঙ্গে আইসিসিকে পাঠানো বিসিবির ইমেইলের জবাব দিয়েছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা–পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে “আলটিমেটাম” দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।’
বিসিবির ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, তা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’
ক্রিকেটকে বলা হয় গৌরব ময় অনিশ্চয়তার খেলা।তবে বিশ্বকাপ ইস্যুতে এই ঘটনা কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়
দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা


