এক দলে কত তারকা! গুনে শেষ করা মুশকিল। নিলামের আগেই তাসকিন-সাইফদের নিয়ে চমক দিয়েছে ঢাকা ক্যাপিটালস। অ্যালেক্স হেলস, উসমান খানদের মতো নামীদামী বিদেশি তারকাদের ভিড়িয়ে বিপিএলের দ্বাদশ আসরের পুরো আলোটাই যেন কেড়ে নিল রাজধানীর দলটি।
নিলামেও সবাই চমকে দিয়েছে ঢাকা। মোহাম্মদ সাইফউদ্দিনের মতো তারকা অলরাউন্ডারকে বাগিয়ে নিয়েছে। অন্য ফ্র্যাঞ্চাইজিদের নাকের ডগা দিয়ে উড়িয়ে নিজ ডেরায় এনেছে ঢাকা। জাতীয় দলে যে ঝলক দেখিয়েছেন তেমনটাই ঢাকায় পারফর্ম করবেন প্রত্যাশা ভক্তদের।
গেল আসরেও খেলেছিলেন ঢাকা ক্যাপিটালসে। এবারের আসরেও সাব্বিরকে হাতছাড়া করেনি ফ্র্যাঞ্চাইজিটি। ২৮ লাখ টাকায় ডানহাতি এই পাওয়ার হিটারকে দলে টেনেছে ঢাকা। যে ক্রিকেটারকে জাতীয় দলে দেখার স্বপ্ন লাখো ভক্তের, তাদের স্বপ্ন পূরণ হবে আপাতত বিপিএলে প্রিয় তারকাকে দেখে।
জনপ্রিয় তারকা অলরাউন্ডার নাসির হোসেন এখন ঢাকাইয়া। ভিত্তিমূল্যে ১৮ লাখ টাকায় তাঁকে দলে ভিড়িয়েছে ঢাকা। বয়স বাড়লেও ধার কমেনি নাসিরের। এনসিএল টি-টোয়েন্টিতে রংপুরের হয়ে দারুণ খেলেছেন। এবার বিপিএলে তার কাছে ঝলমলে পারফরম্যান্স চায় ঢাকা।
আলোচিত শামীম পাটোয়ারী এবার ঢাকা ডেরায়। সবশেষ বিপিএলে চিটাগং কিংসের হয়ে পুরো আসরে ছিলেন সপ্রতিভ। এমনকি জাতীয় দলেও নিজের দায়িত্ব পালন করছেন নিয়মিত। ৫৬ লাখ টাকায় শামীমকে পকেটে পুড়েছে ঢাকা।
গেলবারের চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনকেও নিলামে দলে টেনেছে ঢাকা। তার জন্য খরচা করতে হয়েছে ৫২ লাখ টাকা। ৩০ লাখ টাকায় অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুলকেও নিয়ে রাজধানীর দলটি। তোফায়েল ও ইরফান শুক্কুরকে সমান ১৮ লাখ টাকায় ভিড়িয়ে শক্তিশালি দল গড়েছে ঢাকা।
তাসকিন-সাইফের মতো সুপারস্টার তো ডিরেক্ট সাইনিংয়ে আগেই নিয়েছে ঢাকা। টাইগার স্পিডস্টার সবসময় থাকেন স্পটলাইটে। সাইফ তো সম্প্রতি সবার আলোচনার কেন্দ্রে থাকেন। সবমিলিয়ে ঢাকা ক্যাপিটালস যেন এখন এক টুকরো বাংলাদেশ।



