এই মুস্তাফিজকে দেখে কে বলবে তার ওপর বয়ে যাচ্ছে ভীষন ঝড়৷ আর সেই ঝড়ে টালমাটাল ক্রিকেট। কথা ছিলো, এবারের আইপিএলে শাহরুখ খানের দলে খেলবেন তিনি, সেখানে পারফর্ম করবেন। কিন্ত অল্প কয়েকদিনেই বদলে গেছে দৃশ্যপট ! ফিজকে কেকেআরে না খেলানোর নির্দেশ দেয় ভারতীয় আ ক্রিকেট বোর্ড। ফলে এবারের আইপিএল খেলা হচ্ছেনা ফিজের। বাংলাদেশী মুদ্রায় সড়ে ১২ কোটি টাকাও পাবেননা তিনি।
ফিজের ঘটনাকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে ঘটছে নানা ঘটনা। চলছে আলোচনা সমালোচনার ঝড়। এসবের মধ্য দিয়েই রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলছেন ফিজ। মাঠ এবং মাঠের বাইরের এসব ঘটনার মধ্যে কেমন আছেন কাটার মাস্টার ? রংপুর রাইডার্সের অধিনায়ক সো হান জানালেন ফিজ আছেন তার মতই
ফিজ পেশাদার ক্রিকেটার। মাঠের বাইরের পরিবেশ কিভাবে হ্যান্ডেল করে মাঠে পারফপারফর্ম করতে হয় তা ভালোভাবেই জানেন। ঢাকার বিপক্ষে ম্যাচে ডেথ ওভারে ঝলক দেখিয়ে, রংপুরকে জিততে সাহায্যও করেন। তাইত সোহানের মুখে ফিজের স্ততি।
গুঞ্জন আছে এবার ফিজ আইপিএল না খেললেও খেলতে পারেন পিএসএল। ক্রিকেট পাড়ায় খবর ফিজের এজেন্টের সঙ্গে পিএসএলের কয়েকটি দল নাকি এর মধ্যেই যোগাযোগও করেছে। সব কিছু ঠিক থাকলে ফিজকে তাই দেখা যেতে পারে পিএসএলেও।
আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।পারফরম্যান্সে জোয়ার–ভাটার খেলা চললেও ডেথ ওভারে বিশ্বের অন্যতম সেরা বোলারদের তালিকায় আছেন তিনি। তাই মোস্তাফিজকে নিয়ে পিএসএলে কাড়াকাড়ি হলে অবাক হওয়ার কিছু নেই।
মুস্তাফিজ এর আগেও পিএসএলে খেলেন। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে প্রথমবার পিএসএল খেলেন তিনি। পাঁচ ম্যাচে শিকার করেন চারটি উইকেট। ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।
এদিকে ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে বিসিবি জানিয়েও দিয়েছে নিরাপত্তা জনিত কারনে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছুক টিম বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচ যেন অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়।
ফিজের ঘটনায় ইতোমধ্যে পক্ষে বিপক্ষে দুই দেশের রথি মহা রথিরা আলোচনা সমালোচনা করছেন। শেষ পর্যন্ত এই ঘটনা কোথায়, যায়, কোথাকার পানি কোথায় গড়ায় সেটাই এখন দেখার বিষয়
দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা


