কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে। জীবনানন্দ দাশ সেই কবে লিখে গেছেন কবিতায়। বিসিবি আজ যখন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল সাব্বির রহমানের মনে কি জীবনানন্দ দাশের কবিতার লাইনগুলো বেদনার হুল হয়ে ধরা দিচ্ছে? আরও একটি বিশ্বকাপ যে মিস করতে যাচ্ছেন সাব্বির৷
২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে সেখানে সাব্বির নেই। সাব্বিরের হারিয়ে যাওয়া আফসোসে পোড়ায় ভক্তদের। সাব্বির নিজেও কি পোড়েন আফসোসে? এমন তো কথা ছিলোনা! কথা ছিলো সাব্বিরের কাধে সওয়ার হয়ে টিম বাংলাদেশ ছুটবে রকেট গতিতে।সেই সাব্বির এখন জাতীয় দল থেকে বহু দূরে।
বাংলাদেশের ক্রিকেটে সাব্বির রহমান এসেছিলেন সম্ভাবনার গান শুনিয়ে। মারকাটারি ব্যাটিং করতে পারেন। সঙ্গে দুর্দান্ত ফিল্ডিংও।আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরের কয়েক বছরে জাতীয় দলে নিয়মিত ছিলেনও তিনি।
বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার দিনে, সাব্বিরের শুরুর দিনগুলো কি মনে পড়ে? ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক ঘটে সাব্বিরের। ৪৭ ইনিংসে তার রান ৯৭৭ । ৯২ টা চারের সঙ্গে মেরেছেন , ২৯ টা ছক্কা।
টি টোয়েন্টি মানেই ধুম ধাড়াক্কা ব্যাটিং আর চার ছক্কার খেলা। সাব্বির এখানে হার্ড হিটিং ব্যাটিংয়ের জন্য হতে পারতেন বড় ভরসা।সাব্বির নিজের সেরা সময়ে চার-ছক্কায় মারকুটে ব্যাটিং করে সবার নজর কাড়েন।নান্দনিক সব শটে বাংলাদেশের সবচেয়ে বিধ্বংসী ব্যাটারও হয়ে উঠেন ।কিন্ত এরপর যে হারিয়ে যাওয়ার মিছিলে যোগ দিলেন তিনি। দারুন প্রতিভা নিয়ে এসেও হারিয়ে গেলেন বড় বেশি অবেলায়।
২০১৯ বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে অনিয়মিত তিনি। সাব্বির যতটা না পারফরম্যান্সের জন্য দল থেকে বাদ পড়েছেন, তার চেয়ে বেশি শৃঙ্খলাজনিত কারণে। ২০১৬ থেকে ২০২১, এই সময়ে নানান ঘটনায় ৩ বার শাস্তি পান সাব্বির।
২০২২ সালের ৭ অক্টোবর পাকিস্তানের সঙ্গে সর্বশেষ খেলেন টি টোয়েন্টি। এরপর আর দলে সুযোগ পাননি। সর্বশেষ ৯ ইনিংস আগে ফিফটি করেছিলেন ইন্ডিয়ার বিপক্ষে ২০১৮ সালে। এরপর দল থেকে বহু দূরে তিনি। তবে দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিপিএলের গত আসরেও ঢাকা ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে করেন ১৮৯ রান। ৬টা চারের পাশাপাশি মেরেছেন ১৮টা ছক্কা। সিলেট স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে ৩৩ বলে অপরাজিত ৮২* রান ইনিংস এখনো মন কাড়ে দর্শকদের।৩টা চারের সঙ্গস মেরেছিলেন ৯টা ছক্কা।
তবে দলে সুযোগ মেলেনি।
দলে সুযোগ পেতে সাব্বিরকে এক্সটা অর্ডিনারী কিছু করতেই হত৷ এবারের বিপিএলে ভালো খেললে হয় দলে সুযোগ পেতে পারতেন।কিন্ত এবারের বিপিএলে ৩ ম্যাচে করেছেন ৫৩ রান। তবে স্ট্রাইক রেটটা খারাপ নয় ১৪৩.২৪। তিন ম্যাচে সাব্বির চার যেখানে ২ টা, সেখানে ছক্কা মেরেছেন ৫ টা।
দলে না থাকা কতটা পোড়ায় সাব্বিরকে? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন ” আমি জাতীয় দল নিয়ে এখন চিন্তা করছি না। ভালো খেললে, অ্যাপ্লিকেশন যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার জায়গায় যাবেন। এটা নিয়ে সন্দেহ নেই। কষ্ট করে যাচ্ছি, অনুশীলন করছি এবং নিজেকে সময় দিয়ে উপভোগ করে যাচ্ছি। যেখানে খেলছি ভালো খেলার চেষ্টা করছি, অভিজ্ঞতা অর্জন করছি, দায়িত্ব বাড়ছে। আমি আমার সময়টা উপভোগ করছি।’
সাব্বির যতই দাবি করুক সময়টা তিনি উপভোগ করছেন। আজ বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে একটু কি মন খারাপ তাকেও ছুয়ে যাচ্ছেনা? সব সম্ভাবনা থাকা সত্ত্বেও যে বড় অবেলায় হারিয়ে গেলেন তিনি।
দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা।


