এবারের বিপিএল এখন মাঝপথে অবস্থান করছে। ৩৪ ম্যাচের টুর্নামেন্টে খেলা শেষ হয়েছে ১৪ ম্যাচের । সিলেট পর্বে একদিনের বিরতির পর বুধবার শুরু হবে ফের লড়াই। প্রশ্ন হচ্ছে, এবারের বিপিএলে এখন পর্যন্ত সেরা ৫ ব্যাটার কারা? কোন ৫ ব্যাটার সর্বোচ্চ রান করেছেন? কে বেশি ছক্কা মেরেছেন? পয়েন্ট টেবিলে কারা এগিয়ে?
সর্বোচ্চ রান করার দিক দিয়ে ৫ নাম্বারে আছেন চট্টগ্রাম রয়ালসের নাঈম শেখ। এবারের বিপিএলে তাকে কোটি টাকা দিয়ে দলে ভেড়ায় চট্টগ্রাম। এরপর থেকেই ক্রিকেট ভক্তদের দৃষ্টি ছিলো নাঈম শেখের দিকে। কোটি টাকার নাঈম কেমন করেন?
ঘরোয়া ক্রিকেটে এমনিতেই পরীক্ষিত পারফর্মার তিনি। এবারের বিপিএলে নাঈম শেখ ৫ ম্যাচে করেন ১৭২ রান। এর মধ্যে সর্বোচ্চ করেন ৫৪ রান। এভারেজটাও খারাপ নয় ৪৩। এখন পর্যন্ত বিপিএলে ২৩ টি চারের সঙ্গে মেরেছেন, ৫ টি ছক্কা।আর স্ট্রাইক রেট ১৩৯.৮৩। চট্টগ্রাম পয়েন্ট টেবিলে ২ নাম্বারে অবস্থান করছে। শিরোপা জিততে তাই নাঈম শেখ হতে পারেন বাজির ঘোড়া
বিপিএলে সর্বোচ্চ রান করার দিক দিয়ে ৪ নাম্বারে আছেন
চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ উইকেটকিপার–ব্যাটসম্যান
অ্যাডাম রসিংটন। ৩ ম্যাচে তার রান ১৯১। টানা ৩ ম্যাচেই ফিফটি করেন তিনি। বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন ইনিংসে ফিফটি করেন পাকিস্তানের কামরান আকমল। ২০১১-১২ মৌসুমে বিপিএলের প্রথম আসরেই সিলেট রয়্যালসের হয়ে টানা তিন ইনিংসে ফিফটি করেন তিনি।
চট্টগ্রামের পরের ম্যাচটি বুধবার সিলেট টাইটানসের বিপক্ষে। রসিংটন সেই ম্যাচেও ফিফটি পেয়ে গেলে, বিপিএলে টানা ৪ ম্যাচের ফিফটির রেকর্ড গড়বেন।
বিপিএলে সর্বোচ্চ রান করার দিক দিয়ে ৩ নাম্বারে আছেন
ডেভিড মালান। তিনি রংপুর রাইডার্সের হয়ে ৫ ম্যাচে করেন ১৯৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৬৩। ১০৭.৬৯ স্ট্রাস্ট্রাইক রেটটা টি টোয়েন্টি সুলভ না হলেও
এভারেজ ৪৯। মালান ধুম ধাড়াক্কা ব্যাটিং করতে ভালোবাসেন। এবারের বিপিএল এখন পর্যন্ত ২১ চারের সঙ্গে মেরেছেন ৫ টা ছক্কা।
এখন পর্যন্ত বিপিএলে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের সবচেয়ে ওপরে আছে। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদারও তারা। রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার পথে ডেভিড মালান হতে পারেন তুরুপের তাস।
বিপিএলে সর্বোচ্চ রান করার দিক দিয়ে ২ নাম্বারে আছেন পারভেজ হোসেন ইমন। ইমন সিলেট টাইটানসের হয়ে ৬ ম্যাচে করেন ২০২ রান। সর্বোচ্চ অপরাজিত ৬৫*।
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম বাজির ঘোড়া হতে পারেন ইমন। তারেই যেন ট্রেলার দেখাচ্ছেন বিপিএলে।
৬ ম্যাচে ১৩২.৮৯ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। ৪০.৪০ এভারেজের পাশাপাশি ১৪ টি চারের সঙ্গে মেরেছেন ৯ টি ছক্কাও। সিলেট টাইটানস পয়েন্ট টেবিলের ৩ নাম্বারে থাকলেও ইমন ম্যাজিক চলছেই।
বিপিএলে সর্বোচ্চ রান করার দিক দিয়ে ১ নাম্বারে আছেন নাজমুল হোসেন শান্ত। ৪ ম্যাচে শান্ত করেন ২০৩ রান।এভারেজ ৬৭.৬৬।বিপিএলের প্রথম ম্যাচেই সিলেটের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে চমকে দেন সবাই।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা না পেলেও বিপিএলে দারুন ছন্দে শান্ত। ১৪৭.১০
স্ট্রাইক রেটে ব্যাট করে মেরেছেন ১৯ টা চার আর ৯ টা ছক্কা।
এবারের বিপিএলে এই প্রথম রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী ছেলে শান্ত। শান্তর হাত ধরে পদ্মা পাড়ের দল রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছুই নেই। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নাম্বারে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স।
এবারের বিপিএলে ইতোমধ্যে সবচেয়ে বেশি ৬ ম্যাচ খেলেছে সিলেট। পাঁচটি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস চারটি করে ম্যাচ খেলেছে। তবে এবারের বিপিএলে শেষ হাসি কারা হাসে আর সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয় এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা


