পাঁচ সিনিয়র ক্রিকেটার; মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ—সম্মান, শ্রদ্ধা-ভালোবাসায় দেশবাসী যাদেরকে পঞ্চপান্ডব হিসেবে ডাকত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় অর্জন এসেছে তাদের হাত ধরে। তবে সেই পঞ্চপান্ডব বাংলাদেশে আজ অতীত।
পঞ্চপাণ্ডবের হাত ধরেই বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের ছোট দল থেকে পরিণত হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক শক্তিতে। তারা ছিলেন স্বপ্নের সারথি, সাফল্যের স্তম্ভ। কিন্তু, বিদায় মানেই তো শেষ নয়। তাদের তৈরি করে দেওয়া পথ ধরেই এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। তাঁরা যে এখোনো তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা।।
দেশের ক্রিকেটে এখোনো ব্যাট হাতে সক্রিয় মাহামুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। গত বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ এখন মূলত ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছেন। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার চলতি বিপিএলেও দলের প্রয়োজন অনুযায়ী মুহূর্তেই নিজের ইনিংসের গিয়ার বদলাচ্ছেন। রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের মতে, গত ৩-৪ বছরের মধ্যে সেরা ছন্দে এখন মাহমুদউল্লাহ। পরপর তিন ম্যাচে দলকে জেতানো ইনিংস খেলে কোচের প্রশংসায় ভাসছেন এই ব্যাটিং অলরাউন্ডার। দল না পাওয়া সেই মাহমুদউল্লাহই এখন রংপুরের তুরুপের তাস।
রাজশাহী দলেও মুশফিকের গল্পটা সেই মাহামুদুল্লাহ রিয়াদের মতই। অবিক্রিত থাকা ক্রিকেটার দেখিয়েছেন বুড়ো হারের ভেলকি। স্টাম্পের পিছনে দাড়িয়ে সব সময় খেলোয়াড়দের চাঙা রাখছেন, যেন ২০ বছরের এক তরুণ। আর বিপিএলের প্রথম ম্যাচে অভিজ্ঞ এই ব্যাটার শান্তকে দারুণ সঙ্গ দিয়ে অপরাজিত ফিফটি তুলে নেন এবং তিন বল হাতে থাকতে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় খেলেন হার না মানা ৫১ রানের ইনিংস।
বাংলাদেশের তরুণ ও উদিয়মান পেসার তানজিম হাসান সাকিব প্রেস কনফারেন্সে এসে করলেন মুশফিক বন্দনা। তিনি মনে করেন, বিপিএলে রাজশাহী দলের ভিত্তি মুশফিকুর রহিম।। সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতাটাই তার দলের জন্য মুল্যবান সম্পদ।
কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে! এ কথাটি চলতি বিপিএলে প্রমাণ করে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ক্রিকেট ভক্তদের বার বার দেখাচ্ছেন এখনও এখনো ফুরিয়ে যাননি।
দিপ্ত পাল
সি স্পোর্টস


