তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বোর্ড পরিচালকদের আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে তারা। তাঁরা বলেছেন এটা ক্রিকেটারদের জন্য অত্যান্ত অপমানজনক।
বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে বিসিবির সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন তামিম। তেমনই একটি মন্তব্যের ফটোকার্ড ফেইসবুকে শেয়ার করে বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লিখেন, “এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো।”তার এই পোস্ট ছড়িয়ে পড়লে ক্রিকেট আঙিনায় তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও কড়া প্রতিক্রিয়া জানান।
এরই জবাবে শুক্রবার সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। তিনি সহ এদিন উপস্থিত ছিলেন জাতীয় দলেরর ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, পারভেজ হোসেন ইমন, তাইজুল ইসলাম, সাব্বির আহমেদ সহ বেশ কিছু ক্রিকেটার। মিঠুন বলেন দেশের ক্রিকেট স্বার্থে বিসিবি বোর্ড ডিরেক্টরদের এমন মন্তব্য নিন্দনীয়।
এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া ও সেটির প্রেক্ষিতে আগামী মাসের বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গত শনিবার থেকেই উত্তাল দুই দেশের ক্রিকেট। বাংলাদেশের অল রাউন্ড ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বলেছেন, এই সকল বিষয় আরও দায়িত্তশীলতার সাথে সামলানো উচিৎ ক্রিকেট বোর্ডের। সংশ্লিষ্ট কর্তাদের আরও দায়িত্তশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটেগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন তামিমকে নিয়ে মন্তব্য করা নাজমুল। পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির দায়িত্ব দেওয়া হয়। তাকে এই মন্তব্যের বিষয়ে জিঞ্জেস করা হলে তিনি যানান বোর্ডের নিয়ম নীতি মেনেই তিনি এমন মন্তব্য করেছেন।।
দিপ্ত পাল
সি স্পোর্টস


