মাইলস্টোন ট্র‍্যাজেডিতে স্তব্ধ ক্রীড়াঙ্গন, কাঁদছেন তামিম-মুশফিকরাও

কাঁদছে বাংলাদেশ, কাঁদছে তামিম-মুশফিকরাও আর প্রতিদিনের মতো, স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিলো ছোট্ট কোমলমতি শিশুদের। কিন্ত কে জানতো, এক পলকে শেষ হয়ে যাবে সব কিছু। চিরদিনের মতো ছুটি হলো। ফেরা হবে না স্কুলের সেই চিরচেনা ক্যাম্পাসে। ফেরা হবে না বাড়ির পথ ধরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যাদের কলকাকলীতে মুখরিত হতো, এক বিমান দুর্ঘটনায় নিস্তব্ধ…