সব ধরনের খেলা বন্ধ, সমাধান কি?
এম নাজমুল ইসলামের সাথে কথা বোর্ডের কথা চলছে, সব কর্ম কর্তারা বসেছেন তার সাথে। বলা যেতে পারে সমাধানের পথ খোঁজার জন্য একটা মিটিং হয়েছে, এম নাজমুল ইসলাম জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। অন্যদিকে ক্রিকেটারদের সাথেও কথা হয়েছে পরিচালকদের। যতদূর জানা গেছে দুই পক্ষের উভয়কে মানিয়ে কিভাবে খেলা মাঠে গড়ানো যায় সেই চেষ্টাই চলহে বিসিবিতে।…



